শিক্ষা নিউজ

নতুন একাডেমিক বর্ষের কার্যক্রম শুরু কওমি মাদ্রাসাগুলোয়

নতুন একাডেমিক বর্ষের কার্যক্রম শুরু হয়েছে দেশের কওমি মাদ্রাসাগুলোয়। সাধারণত, আরবি শাওয়াল মাসের প্রথম সপ্তাহ থেকে মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়। করোনাভাইরাসের কারণে সরকারি বিধিনিষেধ থাকায় কিছু প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি করাচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরের বেশকিছু গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

কয়েকজন কওমি মাদ্রাসার শিক্ষক জানিয়েছেন, রমজানের পর থেকে কওমি মাদ্রাসাগুলোতে একাডেমিক ক্যালেন্ডার শুরু হয়। সে হিসেবে কিছু মাদ্রাসায় অনলাইনে ও কিছু প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি নেওয়া হচ্ছে। তবে, ক্লাস কবে নাগাদ শুরু হবে, এ নিয়ে কোনও সিদ্ধান্ত পায়নি প্রতিষ্ঠানগুলো।

আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া শুরু হলেও সরকারের অনুমতি পাওয়ার পরই ক্লাস শুরু হবে।

ঢাকার শীর্ষ একটি কওমি প্রতিষ্ঠানের পরিচালক জানান, ইতোমধ্যে যাত্রাবাড়ী, ঢালকানগর, ফরিদাবাদ, মিরপুর এলাকার কিছু মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে। শুরুতে অনলাইনে হলেও আজ শনিবার (২২ মে) থেকে সরাসরি ভর্তি নেওয়া হচ্ছে।

ঢাকার বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার পরিচালক মুফতি জাফর আহমাদ বলেন, ‘আজই আমাদের মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সাধারণত, শাওয়াল মাসের আট তারিখ ভর্তি শুরু হয়। তবে এবার আট শাওয়াল শুক্রবার থাকায় শনিবার ভর্তি কার্যক্রম চলছে। আজই শেষ হবে।’

ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার সিনিয়র এক শিক্ষক জানান, শহরের বেশকিছু মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে। দারুল আরকাম মাদ্রাসায় অনলাইনে ভর্তি চলছে কিছু দিন ধরে। তবে সরাসরি ভর্তির ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ সম্বলিত বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পন্ন করা হবে। ২৯ মে থেকে দারুল আরকাম মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে। শহরের বৃহৎ কওমি প্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় দু-একদিনের মধ্যে ভর্তি শুরু হবে।

বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার পরিচালক মুফতি জাফর আহমাদ বলছিলেন, ছাত্রদের নতুনবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হলেও ক্লাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যেহেতু অধিকাংশই আর্থিকভাবে দুর্বল ও অনেক দূর থেকে এসে পড়াশোনা করে, সেক্ষেত্রে তাদের মাদ্রাসায় এসে আবার বাড়ি ফেরাটা ব্যয়সাপেক্ষ। সেক্ষেত্রে অনুমোদন পেলেই ক্লাস শুরু হবে।

রাজধানীর একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মাদ্রাসায় কাল ভর্তির জন্য যেতে বলছে। অন্যান্য জায়গায় অনলাইনে ভর্তি নেওয়া হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে না। অনেক দূরের ছেলেরা আসছে। এখন যদি শুধু ভর্তির জন্য আসতে হয়, তবে বিপদে পড়বো। কারণ বাস চলছে না। অনেক খরচ করে আসতে হবে, আবার ফিরতেও হবে।’

বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার জাফর আহমেদ জানান, তার প্রতিষ্ঠান আবাসিক হওয়ায় করোনার মধ্যে বিধিসম্মত উপায়েই কার্যক্রম পরিচালনা করা হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group