শিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আপিলের ফলাফল শিগগিরই : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আপিলের ফলাফল শিগগিরই : শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমপিওভুক্ত হতে না পারা প্রতিষ্ঠানগুলোর আপিলের কাজ চূড়ান্ত করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, এমপিওভুক্ত করার সময় অনেকে ভেবেছিলেন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হবে। কিন্তু সেটি হয়নি। নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। তবে, ভুল হতেই পারে। সেজন্য প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যে তথ্য দিয়েছে সেখানে ভুল থাকতে পারে। আমাদের ইনপুট দেয়ার সময় ভুল হতেই পারে। নামজারীসহ জমির কাগজের তথ্য না দিয়ে থাকতে পারেন। এজন্য সেটা (আপিল আবেদন) করা হয়েছে। আমরা তা চূড়ান্ত করেছি। সেটি হয়তো শিগগিরই আমরা (আপিলের ফল) দিয়ে দিতে পারবো।

Read more- চলতি অর্থবছরে এমপিওভুক্তির সম্ভাবনা কম হলেও জানুয়ারিতেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এমপিও নীতিমালা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। আমরা নীতিমালার সংশোধনী প্রায় চূড়ান্ত করে ফেলেছি।

আশা করছি আগামী মাসে সংশোধিত নীতিমালা জারি করা হবে। পরিমার্জিত নীতিমালা জারির পর নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেয়া হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। চলতি অর্থবছরে হয়তো সম্ভব নাও হতে পারে কিন্তু আগামী অর্থবছরের জন্য আবেদন নেয়া শুরু হবে। চলতি অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কয়েক দফায় এ নিয়ে আলোচনা করেছি। কর্মকর্তারা কয়েকদফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। আশা করছি নীতিমালা ও জনবল কাঠামোর অসঙ্গতি দূর হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group