শিক্ষা নিউজ

অ্যাডভোকেট তালিকাভুক্তির দাবিতে অনশনে শিক্ষানবিশ আইনজীবীরা

মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় ২০১৭ এবং ২০২০ সালের এমসিকিউতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভার মাধ্যমে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে প্রতীকী অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষানবিশ আইনজীবীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩২ দিনের মতো তারা অনশন কর্মসূচি পালন করেন।

তারা বললেন, প্রায় ৪ বছর হতে যাচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় আমরা চরম হতাশাগ্রস্ত। একইসঙ্গে আমরা মানবেতর জীবনযাপন করছি। এরইমাঝে আমাদের প্রায় ৩০-৩৫ জন এমসিকিউ উত্তীর্ণ সহপাঠীর কেউ স্ট্রোক করেছেন, কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

অ্যাডভোকেট তালিকাভুক্তির দাবিতে অনশনে শিক্ষানবিশ আইনজীবীরা
অ্যাডভোকেট তালিকাভুক্তির দাবিতে অনশনে শিক্ষানবিশ আইনজীবীরা

তারা আরও বলেন, মহামারির এই চরম সংকট মুহূর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় আমরা যারা প্রায় ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে ১২ হাজার ৮৭৮ জন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদেরকে আসন্ন লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভার মাধ্যমে মেধা যাচাইপূর্বক অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করতে সবিনয় প্রার্থনা করছি।

অনশনে উপস্থিত শিক্ষানবিশ আইনজীবী শামীমুর রেজা রনি, আবু সাদাত, মো. গোফরান, মো. ইমন, মো. আজিজুল ও মুজারুল ইসলাম এসব কথা বলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group