ভোকেশনাল নবম শ্রেণির তিন বিষয়ের সংশোধিত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ Publication of syllabus and assignments of three subjects of Vocational IX class। কারিগরি এসএসসি ও দাখিল ভোকেশনাল কোর্সের নবম শ্রেণির শিক্ষার্থীদের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং ৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তিনটি বিষয়ের প্রকাশিত অ্যাসাইনমেন্ট ও পাঠ্যসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন-১ এবং ইঞ্জিনিয়ারিং ড্রইংয়ের সংশোধিত অ্যাসাইনমেন্ট এবং শ্রিম্প কালচার ও ব্রিডিং ট্রেডের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
জানা গেছে, ভোকেশনাল শিক্ষার্থীদের সাধারণ ও অবশ্যিক বিষয়গুলোর জন্য মাধ্যমিক ও দাখিলের অ্যাসাইনমেন্ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে শিক্ষকদের। অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। এ সময় শিক্ষার্থীরা কোন প্রকার পরীক্ষা বা বাড়ির কাজ না নিতেও বলা হয়েছে। আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতেও প্রতিষ্ঠানগুলোকে বলেছে কারিগরি শিক্ষা বোর্ড।