শিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা সায়েন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করতে পারবেন

এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করতে পারবেন। ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে সব কেন্দ্রসচিবকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার চিঠিটি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ড বলছে, পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে Scientific Calculator ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবে, সায়েন্টিফিক ক্যালকুলেটরটি Non-programmable হতে হবে।

এ বিষয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে কেন্দ্রসচিবদের বলেছে ঢাকা বোর্ড।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, কেন্দ্রসচিব ছাড়া কেউ এসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্রসচিব ছবি তোলা যায় না এমন ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের স্মার্টফোন বা ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group