শিক্ষা খবরশিক্ষা নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪ এপ্রিল ছুটি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪ এপ্রিল ছুটি শুরু। ‘আগামী ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে সব ক্লাস বন্ধ থাকবে। ২৯ ও ৩০ এপ্রিল সাধারণ ছুটি থাকায় ১ মে থেকে ১৪ মে পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকবে। গ্রীষ্মকালীন ছুটিতে কোনো বিভাগের পরীক্ষা থাকলে বিভাগ তা সম্পন্ন করতে পারবে।’ এছাড়াও ১৫ মে বৌদ্ধ পূর্ণিমা হলে ওইদিন ক্লাস বন্ধ থাকবে তবে দাপ্তরিক কার্যক্রম চালু হবে। এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীনসহ শিক্ষার্থীরা মোট ২২ দিনের ছুটি পাচ্ছে।

আগামী ২৪ এপ্রিল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে চলবে আগামী ১৪ মে পর্যন্ত। তবে ২৪ এপ্রিলের পরও যদি কোনো বিভাগের পরীক্ষা নেওয়া বাকি থাকে সংশ্লিষ্ট ওই বিভাগ তা সম্পন্ন করতে পারবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে নিযুক্ত প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মো. নুরুল আলম এ তথ্য নিশ্চিত করে।

The holiday started on 24th April at Jahangirnagar University. ‘All classes will be closed during the summer holidays from April 24 to April 26. As April 29 and 30 are general holidays, Eid-ul-Fitr holidays will be from May 1 to May 14. If there is an examination of any department during the summer vacation, the department will be able to complete it. ‘ This time students of Jahangirnagar University (JU) are getting a total of 22 days off including Eid-ul-Fitr and summer.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group