বিসিএসশিক্ষা নিউজ

৪৪তম বিসিএসের ফলাফল 2022 যেভাবে দেখবেন

৪৪তম বিসিএসের ফলাফল 2022 যেভাবে দেখবেন How To check 44th BCS Preliminary Result 2022। ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার ২টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে মোট ২২১৯টি শূন্য পদের বিপরীতে ১৯৬৩টি পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপরাশি করা হলো।যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট ২০২২ 44th BCS Preliminary Exam Result 2022 আজ বুধবার প্রকাশিত হবে। এ জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশ করা হবে। পিএসসির দুজন সদস্য এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

৪৪তম বিসিএসের ফলাফল যেভাবে দেখবেন

ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটেকর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC 44 Registration Number Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন পরীক্ষায় অংশ নেন।

Here’s how to look at the results of the 40th BCS. The final results of the 40th BCS have been released by the Public Service Commission (PSC). The results were published on the website of the Bangladesh Public Service Commission (PSC) after 2 pm on Wednesday. According to the PSC press release, the 40th BCS exam has been temporarily revised for recruitment to 1963 posts against a total of 2219 vacant posts in different cadres. Recruitment to 265 posts could not be recommended as there were no eligible candidates.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group