জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

ডিগ্রি (প্রাইভেট) কোর্সে ভর্তি পরবর্তী করণীয় কি জেনে নিন।

ডিগ্রি (প্রাইভেট) কোর্সে ভর্তি পরবর্তী করণীয় কি জেনে নিন। ডিগ্রী ১ম বর্ষ(প্রাইভেট) কোর্সে ভর্তিচ্ছুু যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করে ফি পরিশোধ করেছেন এবং কাগজপত্র কলেজে জমা দিয়েছেন, এডমিশন ওয়েবসাইটে লগইন করার পর তাদের সকলের আবেদনে সবুজ রঙের “Received” লিখা আসবে। এতেই আপনার ভর্তি কনফার্ম।

যদি অনলাইনে লগইন করার পরও কলেজ কর্তৃক আবেদন Received নাহ হয়,Submitted লিখা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে আগামীকালকের মধ্যে কলেজে যোগাযোগ করে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে।
উল্লেখ্য, কলেজ কর্তৃক নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

ডিগ্রি (প্রাইভেট) কোর্সে ভর্তি পরবর্তী করণীয় কি জেনে নিন।


অনলাইনে যেভাবে চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Private%20Degree%20Pass) আপনার আবেদনের এডমিশন রোল নং ও পিন দিয়ে লগইন করবেন! View Application অপশনে ক্লিক করে সবুজ রঙের “Received” লিখা আসবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group