জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ১১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ১১ Episode 11 National University to BUET
আজ বলবো বুয়েটে এমএসসির খরচ, হল সুবিধা,বিদেশে উচ্চ শিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কেঃ

প্রথমে আসি খরচঃ
১ম সেমিস্টারে
ভর্তি ফি কোর্স রেজিষ্ট্রেশন ফি সহ সব খরচ মিলিয়ে দিতে হবে ৩২৩৭টাকা
২য় সেমিস্টারে
কোর্স রেজিষ্ট্রেশন ফি বাবদ মোট দিতে হবে ১৭৩৭টাকা
৩য় সেমেস্টারে
কোর্স রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৭৩৭ টাকা
মোট খরচঃ ৬৭১১টাকা যা জাতীয় বিশ্ববিদ্যালয় এর কোন সরকারি কলেজ অথবা দেশের যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম।

প্রশ্ন জাগছে হয়তো আমি কই যেন শুনেছি ১লক্ষ লাগে ১.৫লক্ষ লাগে
ভাই আপনি ভুল শুনেছেন।
খরচ ৬৭১১টাকা লাগবে মাত্র।

অনেকে প্রশ্ন করেন হল পাবো কিনা?

বুয়েটে ফুলটাইম স্টুডেন্ট মানে অবশ্যই আপনি বুয়েটিয়ান হল অবশ্যই পাবেন,
আমি হলেই আছি,
শহীদ স্মৃতি হলের ২১০৭ নম্বর রুম।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ১১

এরপর আসি বুয়েটে পড়লে কি কি বৃত্তির সুযোগ আছে?

১.ফেলোশিপঃ-
এমএসসি এমফিল পিএইচডি তে বুয়েটে ফেলোশিপ দেয়া হয়।
ফেলোশিপ কি সহজ কথায় বলি,আপনি বুয়েটে গবেষণা করবেন যার জন্য বুয়েট প্রতি মাসে আপনাকে এমএসসির এমফিলের জন্য ৩০,০০০/- এবং পিএইচডি এর জন্য ৪৫০০০/- প্রতিমাসে দেবে।
বলতে পারেন আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যাবো আমাকে কি গবেষণার জন্য ফেলোশিপ দেবে?
ভাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই এসেছি এবং আমি এমএসসি রিসার্স ফেলো।
সুতরাং যোগ্য হলে আপনিও পাবেন।

২.টিচিং এসিস্ট্যান্টঃ
টিচিং এসিস্ট্যান্টশিপ পাইলে ৯ম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা সরকারি স্কেলে যা বেতন পায় আপনি তার ৫০% পাবেন।
টিচিং এসিস্ট্যান্ট সহজ কথায় বললে ফ্যাকাল্টিদের সহকারি।

৩.রিসার্স এসিস্ট্যান্টঃ-
রিসার্স এসিস্ট্যান্টশিপ পেলে রিসার্স ফান্ডের একটা অংশ প্রতিমাসে পাবেন আপনি ধরুন ১৫০০০/- টাকা প্রতিমাসে।

এছাড়া আপনি একটি গবেষণা পত্র কোন নামকরা জার্নালে প্রকাশ করতে পারলেই বুয়েট আপনাকে ১,৫০,০০০/- টাকা দেবে।

★বিদেশে উচ্চ শিক্ষাঃ-
আপনি বুয়েটে এমএসসি করলে বিদেশে উচ্চ শিক্ষা নেয়ার পথ সহজ হবে।

এছাড়াও আপনি হবেন একজন গর্বিত বুয়েটিয়ান!
যার ফলে ঢাকায় অন্যরা টিউশন করায় ৫হাজার টাকা মাস আর আপনি করাবেন ১০-১৫হাজার টাকা প্রতি টিউশন।

মো.সোহানুর রহমান (সোহান)
এমএসসি, জৈব রসায়ন
রিসার্স ফেলো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

প্রাক্তন শিক্ষার্থী
রসায়ন বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group