জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে আজ শনিবার (১৩ নভেম্বর)। একযোগে সারাদেশে ৮৭৯টি কলেজের ৩১০টি কেন্দ্রে ৪ লাখ ৭৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরীক্ষা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সকাল ৯টা থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এবং দুপুর ১টা থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে পরীক্ষা কন্ট্রোল রুমের ০২-৯২৯১০৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

The final examination of the first year of graduation of the National University of 2020 has started today, Saturday (November 13). At the same time 4 lakh 74 thousand 259 students in 310 centers of 69 colleges across the country participated in this examination. The test will run until December 4, according to a press release from the National University. It will be held from 9 am to 1 December and from 1 pm to 4 December. In case of urgent need regarding the examination, the number of the examination control room can be contacted on 02-9291039, it is said in the press release.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group