জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২১ অক্টোবর (বৃহস্পতিবার)

আগামীকাল ২১ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯২ সালের এই দিন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দেশের এফেলিয়েট এই বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১ দশমিক ৩৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বর্মানে ২৮ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন।

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় ১৮ মাস ছুটির পর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বৃহস্পতিবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি অনলাইনেও শ্রেণি পাঠদান চলবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিন অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এক যোগে অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে শুরু হবে। সশরীরের পাশাপাশি অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। শিক্ষা কার্যক্রম শুরু উপলক্ষে নতুন রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group