জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষনা সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনার্স শেষ বর্ষের কয়েক লাখ পরীক্ষার্থীর অপেক্ষার প্রহর অবশেষে শেষ হচ্ছে। গত মার্চে অর্ধেক পরীক্ষা দেওয়ার পর করোনার কারণে আটকে যাওয়া অনার্স চূড়ান্ত পর্বের বাকি পরীক্ষাগুলো অবশেষে শুরু হতে যাচ্ছে।
এ সময়সূচি প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ পরীক্ষার্থী যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। করোনার কারণে একের পর এক পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় সারাদেশের দুই হাজারের বেশি কলেজের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছিল একাডেমিক সংকট।
এদিকে গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জানা গেছে, করোনার কারণে স্থগিত হওয়া অনার্স ৪র্থ বর্ষ ও বিএড, বিবিএ, সিইসি, ইসিই ও অনার্স প্রফেশনাল কোর্সের ৮ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তাই এসব স্থগিত পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। National University Honours 4th year posponed Exam date has been published today, Test will start 16th january and Test will End in 6th February 2021.