কিভাবে অনার্স ২য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণ / বোর্ড চ্যালেঞ্জ করবেন ?

কিভাবে অনার্স ২য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণ / বোর্ড চ্যালেঞ্জ করবেন ?
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স ২য় বর্ষ পরিক্ষার রেজাল্ট বের হয়েছে, অনেকেই বলছেন, পরিক্ষা ভালো হয়েছে, কিন্তু ফল ভালো হয়নাই, তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন ।
প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ এর তারিখ কি দিয়েছে ?
উত্তরঃ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

এবার আসুন জেনে নেই কিভাবে এনইউ বোর্ড চ্যালেঞ্জ করবেন
প্রথমেই আসি বোর্ড চ্যালেঞ্জ কি বা খাতা পুনঃনিরীক্ষণ কি? বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়? ধরুন আপনি কোনো একটি বিষয়ে পরীক্ষা খুব ভালো দিয়েছেন। আপনার বিশ্বাস আপনি ৮০+ নম্বর বা A+ পাবেন। কিন্তু দেখা গেলো আপনি কাংখিত নম্বর পাননি। অথবা ফেল করেছেন।

স্বভাবতই আপনার মনে রাগ ক্ষোভ জমা হবে। হয়তো ভাবছেন তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফেল দিয়েছে। উত্তরপত্র মূল্যায়নকারীরা কখনোই এমনটি করেন না। হ্যাঁ, তাদের মূল্যায়নে ত্রুটি থাকতে পারে। কারণ, মানুষ মাত্রই ভূল। সবারই অনিচ্ছাকৃত ভূল থাকতে পারে।
এতবড় পাবলিক পরীক্ষা যেখানে লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখানে তো ভুল থাকতেই পারে। কিন্তু আপনি যে বঞ্চিত হলেন? তার কি হবে?
এর জন্য শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দর একটি পদ্ধতি চালু করেছে। একে বলে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ।

অর্থাৎ আপনি আপনার খাতা দেখতে পারবেন না ঠিকই কিন্তু আপনার খাতাটি বিজ্ঞ পুনঃনিরীক্ষণকারী দ্বারা পুনরায় নিরীক্ষণ করার আবেদন করতে পারবেন। একটি কথা খেয়াল রাখবেন, এটি পুনঃনিরীক্ষণ কিন্তু পুনঃমূল্যায়ন নয়।

এর মানে হচ্ছে, আপনার খাতার প্রত্যেকটি প্রশ্নে ঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা? বা নম্বরের হিসাব অর্থাৎ যোগ করা ঠিক আছে কিনা। এগুলা দেখা হবে। কিন্তু খাতাটি পুনরায় দেখা বা কাটা হবেনা।

তাদের কোনো ভুল থাকলে ফলাফল সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হয়।

কিভাবে অনার্স ২য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণ / বোর্ড চ্যালেঞ্জ করবেন ?

প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কি পুনরায় দেখা বা কাটা হয়?
উত্তরঃ না, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় কাটা হয়না। শুধুমাত্র নম্বরের হিসাব ও সকল প্রশ্নে ঠিকভাবে নম্বর প্রদান করা হয়েছে কিনা সেটা দেখা হয়।

আবেদন ফিঃ কোর্স প্রতি ৮০০ টাকা।

আবেদনের নিয়ম / পদ্ধতিঃ এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংকের শাখায় পরবর্তী কার্যদিবসে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

সতর্কতাঃ নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। National university Honours 2nd Year Result Board Challange Rescrutiny Process 2020

লিখেছেন-
Juwel Ahmed
Department of English.
Beanibazar Govt College and University, Sylhet, Bangladesh.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group