জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে কারিগরি কোর্স চালুর নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে কারিগরি ট্রেড কোর্স চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও অনার্সে বাধ্যতামূলক করা হচ্ছে কারিগরি ট্রেড। বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে এই ট্রেড কোর্স চালু করবে বিশ্ববিদ্যালয়টি। প্রথমে মূল ক্যাম্পাস পরের আঞ্চলিক কেন্দ্র এবং সবশেষে কলেজগুলোয় এই কোর্স চালু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও অনার্স পর্যায়ে অন্তত চারটি ট্রেড কোর্স কোর্স বাধ্যতামূলক করা হবে। প্রথমে মূল ক্যাম্পাসে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালু করবো। তারপর আমাদের ছয়টা আঞ্চলিক কেন্দ্রে চালু করবো, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাস করে এ রকম একটি ডিপ্লোমার মধ্যে এসে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারেন।

কলেজগুলোতে এ কোর্স নির্বিঘ্নে পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ। উপাচার্য হারুন অর রশিদ বলেন, আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এই বিষয়ে সরকারের সাথে আমার আগেই কথা হয়েছে। আমাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মিটিংয়ে সবার সাথে আলোচনা করা হবে।

কীভাবে এবং কোন কোন বিষয়ের উপর কোর্স চালু করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতে সরকার কারিগরি শিক্ষাকে উৎসাহ দিতে চায়। আমরাও চাই কারিগরি শিক্ষা আরও এগিয়ে যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে কারিগরি কোর্স চালুর নির্দেশ

প্রসঙ্গত, অধিভুক্ত সব কলেজগুলোতে জরুরি ভিত্তিতে কারিগরি ট্রেড কোর্স চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১০ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে ট্রেড কোর্স চালু থাকা কলেজগুলোতে এ কোর্স নির্বিঘ্নে পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা করতে বলা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group