জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন 2024 NU Honours 4th Year Routine। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা রুটিনে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। রুটিন পরিবর্তন করা হয়েছে || অনার্স ৪র্থ বর্ষের নতুন রুটিন প্রকাশ ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষাসমূহ শুরু হবে ১৯/০৫/২০২৪ তারিখ থেকে।
পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১ঃ০০ থেকে শুরু হবে।
পরিক্ষা শুরুর তারিখঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ১৯,০৫.২০২৩ তারিখে শুরু হবে।
• পরীক্ষা আরম্ভের সময়ঃ পরীক্ষা প্রতিদিন দুপুর ১ ০০ মিনিট টা থেকে শুরু হবে।
• পরীক্ষার সময়ঃ প্রশ্ন পত্রে যে সময় দেয়া থাকবে সেটি।
• পরীক্ষা শেষ হবেঃ ২৯,০৬.২০২৪ তারিখে পরীক্ষা শেষ হবে।
অনার্স ৪র্থ বর্ষের রুটিনে কিছুটা পরিবর্তন হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ২৪/০৬/২০২৪ ইং এর পরীক্ষা আগামী ০১/০৭/২০২৪ ইং (সোমবার) অনুষ্ঠিত হবে।
বাকি সব সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরবর্তী ২৬ এবং ২৭ জুনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। – উপাচার্য
*২৪জুনের স্থগিত পরীক্ষা ১জুলাই অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন 2024 NU Honours 4th Year Routine PDF
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত রুটিন প্রকাশিত হয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের (২০১৮-২০১৯) পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাছাড়া মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনা।
আলমাস হোসেন নামে এক ছাত্র জানান, ৪র্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রুয়ারি আবার ৩য় বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আবার ৪র্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে আমাদের পরীক্ষা দেয়া অসম্ভব।
এই বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানকার আঞ্চলিক পরিচালক ও ঢাকাতেও জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।