জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি রেজাল্ট

মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের আবেদন 2024 NU Masters Admission Release Slip Application

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের আবেদন 2024 থেকে। প্রকাশিত নোটিশ হতে জানা যায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু। National University NU Masters Admission Release Slip Application And Result Published Notice Has Been Published On Daily Result BD com Website.

যেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন-

ক) প্রাথমিক আবেদন করেছেন কিন্তু প্রথম মেধাতালিকায় চান্স হয় নি
খ) চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয় নি।
গ) চান্স পেয়ে ভর্তি হওয়ার পর তা আবার বাতিল করেছে।
ঘ) এবং ২য় পর্যায়ে ১৩ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত যারা প্রাথমিক আবেদন করছেন তাদেরকেও মেধাতালিকায় স্থান পেতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

মাস্টার্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন 2024 বিজ্ঞপ্তি NU Masters Admission Release Slip Application

মাস্টার্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন 2024 বিজ্ঞপ্তি NU Masters Admission Release Slip Application

মাস্টার্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু ১৯ ডিসেম্বর থেকে
কলেজ কর্তৃক যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সেসব আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

NU মাস্টার্স ভর্তি রিলিজ স্লিপে আবেদন: রিলিজ স্লিপে আৰেদনের জন্য প্রার্থীকে Applicant Login অপশনে Masters (Regular) Login এগিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ select করলে ঐ কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এটি দিবে। এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ তিনটি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিয়ে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে।
সঠিক তথ্যসহকারে ফরম পূরণ করে Submit Application অপশনে ক্লিক করলে আবেদনকারী তার নাম, প্রাথমিক আবেদনের রোল নম্বর, কলেজের নাম ও বিষয় পছন্দক্রমসহ একটি নতুন আবেদন ফরম ওয়েবসাইটে দেখতে পাবে। উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) করে নিতে হবে তবে এটি আবেদন ফরমে উল্লিখিত কলেজসমূহে জমা দিতে হবে না বা কোন ফি প্রদান করতে হবে না ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group