জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ এ তথ্য জানা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম Daily Rresult BDকে এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৪/০৬/২০২৪ (সোমবার) তারিখের ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা এবং ২৫/০৬/২০২৪ (মঙ্গলবার) তারিখের ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া সকল পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।
বি.দ্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর,বাংলাদেশ।
ফোনঃ ০২-৯৯৬৬৯১৫১৭ ই-মেইলঃ controller@nu.ac.bd
স্থগিত সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৪/০৬/২০২৪ (সোমবার) তারিখের ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা এবং ২৫/০৬/২০২৪ (মঙ্গলবার) তারিখের ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।
আরো পড়ুন-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত নোটিশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হল। এ সকল পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে।
Old News: মো. ফয়জুল করিম জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। রোববার এক জরুরি বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেন। স্থগিত এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে।প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত। আর ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ১৭ জানুয়ারি ২০২১ থেকে শুরু হয়।এর আগে শনিবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সব পরীক্ষা স্থগিত করা হয়।
এছাড়া আজ সন্ধ্যা ৭টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত মাস্টার্স ১ম পর্ব ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।