জাতীয় বিশ্ববিদ্যালয়

আকস্মিক অনার্স ১ম বর্ষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। গতকাল সোমবার (১৬ অক্টোবর) পরীক্ষা শুরুর প্রথম দিনই হঠাৎ করে উপাচার্য মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা তিনি কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষা গ্রহণের সময় বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

উপাচার্যের এমন আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়টি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বলে দেখছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘উপাচার্য মহোদয় হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আমাদের কলেজে আসবেন, আমরা এটা জানতাম না। বিষয়টি আমাদের জন্য আকস্মিক হলেও সার্বিক শিক্ষার মানোন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে। এটিকে আমি চমৎকার উদ্যোগ বলবো। স্যার যেভাবে আসলেন এবং পরিচয় না দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কক্ষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। বিষয়টি বিস্ময়কর এবং চমৎকার। আমি অভিভূত হয়েছি উপাচার্য মহোদয়ের এমন কার্যক্রমে।’

গতকাল সারা দেশে একযোগে বেলা ১টা থেকে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হয়। দেশের ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। প্রথম দিন ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এই প্রথমবারের মতো সারা দেশে ইএমএসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group