তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

যেভাবে ফোনে স্প্যাম কল আসা ঠেকাবেন

যেভাবে ফোনে স্প্যাম কল আসা ঠেকাবেন।স্মার্টফোন হোক বা সাধারণ ফিচার ফোন,স্প্যার কল এর কারণে অনেকেই সমস্যায় পড়েন। মূলত বিভিন্ন সংস্থা তাদের পণ্য় অথবা সার্ভিস বিক্রি করার জন্য অথবা প্রচার করার জন্য এই ধরনের স্প্যাম কল করে। এই স্প্যাম কল থেকে মুক্তির উপায় নিশ্চয় খোঁজেন আপনিও। তাহলে জেনে নিন কীভাবে ফোন আসা স্প্যাম কল থেকে মুক্তি উপায়স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে তেমনই ফোনের বেশ কিছু অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন।

এরমধ্যে একটি অপশন হলো কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার। মোবাইল ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন কাউকে খুঁজে পাওয়া একটু কষ্টই বটে। মাঝে মাঝেই অচেনা নম্বর থেকে বারবার কল আসে ফোনে। আলাদা আলাদা নম্বর থেকে বারবার একই নম্বরে ফোন করে বিরক্ত করা হয়।

কল ব্যারিং ফিচার চালু করতে-
প্রথমে ফোনের কল সেটিংস অপশনটি ওপেন করুন।
সেখান থেকে অল ইনকামিং কলস অপশটি চালু করুন। ওই অপশনটি ওপেন করলেই পাসওয়ার্ড দিতে হবে। বেশিরভাগ ফোনে ০০০০ অথবা ১২৩৪ পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্ন অন করুন।

স্প্যাম কল বন্ধ করার জন্য কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করতে-
প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।
এরপর কল ফরওয়ার্ডিং অপশন খুঁজে বের করুন।
কল ফরওয়ার্ডিং অপশনে আলাদা আলাদা তিনটি অপশন পাবেন।
অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আনঅ্যাটেন্ডেড। সেখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন।

How to prevent spam calls on the phone. Whether smartphone or ordinary feature phone, many people get in trouble because of spare calls. Many companies use this type of spam to sell or promote their products or services. You must be looking for a way to get rid of this spam call. Here’s how to get rid of spam calls. There are multiple ways to get rid of spam calls. You can turn off spam calls through a number of phone options, as there are various third-party apps.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group