তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

লাইকি দিয়ে আয় করার উপায়

লাইকি দিয়ে আয় করার উপায়। ছোট ভিডিও তৈরি করে আয় করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইকি। টিকটকের মতোই এই অ্যাপ থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা আয় করতে পারেন নিয়মিত। তবে গ্রাহকদের কথা মাথায় রেখেই লাইকি যুক্ত করেছে এক নতুন ফিচার। এর মাধ্যমে এখন আয় হবে আরও বেশি।সম্প্রতি কনটেন্ট নির্মাতাদের জন্য ‘সুপারলাইক’ ফিচার চালু করেছে লাইকি। ফিচারটির মাধ্যমে ভক্ত এবং ব্যবহারকারীরা তাদের পছন্দের এবং সেরা কনটেন্টনির্মাতাদের আরও কাছাকাছি যেতে পারবেন।

আপনি যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই আকর্ষণীয় এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করতে হবে। এই পরিবর্তিত বাস্তবতার কথা মাথায় রেখে লাইকি এর ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতা উভয়কেই কার্যকর এবং মানসম্পন্ন কনটেন্টতৈরির মাধ্যমে আরও অর্থপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে যুক্ত থাকার সুযোগ করে দিতে চায়।কনটেন্ট নির্মাতারাও ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া সুপারলাইকগুলো থেকে অর্থ উপার্জন করতে পারেন, যা কনটেন্টনির্মাতাদের আরও সৃজনশীল এবং চমৎকার কিছু নির্মাণে উৎসাহী করে তুলবে।

প্রাথমিকভাবে ব্যবহারকারীদের হাতে থাকবে ১০টি সুপারলাইক। লাইকের স্টক ফুরিয়ে গেলে আরও কোটা জমানোর জন্য ব্যবহারকারীরা লাইকি-পরিবারে যোগদানের জন্য বন্ধুদের আমন্ত্রণ জানানো অথবা সরাসরি সুপারলাইক কোটা কেনার মাধ্যমে নির্মাতাদের অনুদান জানানোর মত সহজ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন।শুধু মানসম্পন্ন ও অর্থবহ কনটেন্টগুলোতেই এটির ব্যবহার করা হয়। এর মাধ্যমে নির্মাতারা আরও সৃজনশীল কনটেন্ট তৈরিতে আগ্রহী হয়ে ওঠেন। ফলে সর্বাধিক রেটিং পাওয়ার জন্য কনটেন্টনির্মাতারা উচ্চমানের কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত বোধ করবেন বলে মনে করছেন হেড অফ লাইকি গ্লোবাল অপারেশনস গিবসন ইউয়েন।

A way to earn with likee. Like is one of the most popular platforms to earn money by making short videos. Just like TikTok, content creators can earn from this app on a regular basis. However, keeping in mind the customers, Likee has added a new feature. Now there will be more income through this. Recently, Like has launched the ‘Super like’ feature for content creators. With this feature, fans and users will be able to get closer to their favorites and the creators of the best content.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group