তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

ইউটিউবে পডকাস্ট আসছে

ইউটিউবে পডকাস্ট আসছে। পডকাস্ট আয়োজক ও উপস্থাপকদের পেছনে ইউটিউবের এ ‘বিনিয়োগের’ খবর জানিয়েছে বাণিজ্য সংবাদ প্রকাশনা ব্লুমবার্গ। মূলত ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম হলেও বেশ কয়েকটি জনপ্রিয় পডকাস্টের আয়োজনও করে গুগলের মালিকানাধীন ইউটিউব। সে তালিকায় আছে ‘এইচ৩’ পডকাস্ট, ‘ফুল সেন্ড’ পডকাস্ট, এবং রোগান পলের নেতৃত্বে ‘ইমপলসিভ’ পডকাস্ট। বিতর্কিত পডকাস্ট সিরিজ ‘জো রোগান এক্সপেরিয়েন্স’-এর পরিধি বাড়াতেও বড় ভূমিকা রেখেছিল ইউটিউব।

২০২০ সালে জো রোগানের আয়োজিত পডকাস্টগুলোর স্বত্ব কিনে নেয় স্পটিফাই। নিজস্ব প্ল্যাটফরমের শ্রোতাদের খুশি করার জন্য ইউটিউব যে নিয়মিত ছোট ছোট পদক্ষেপগুলো নিচ্ছে, সাম্প্রতিক ‘বিনিয়োগের’ খবর তারই অংশ।ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব পডকাস্ট আয়োজকদের ভিডিও ধারণের জন্য অর্থ দিচ্ছে দিচ্ছে। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, পডকাস্ট এপিসোড ভিডিও আকারে ধারণ ও অন্যান্য ভিডিও কনটেন্ট নির্মাণের জন্য ৫০ হাজার থেকে তিন লাখ ডলার পর্যন্ত অর্থ দিচ্ছে ভিডিও শেয়ারিং সাইটটি।

Podcasts are coming on YouTube. YouTube’s “investment” behind podcast organizers and presenters has been reported by trade news publication Bloomberg. Although it is basically a video-sharing platform, Google-owned YouTube also organizes several popular podcasts. The list includes the ‘H3’ podcast, the ‘Full Send’ podcast, and the ‘Impactive’ podcast led by Rogan Paul. YouTube also played a major role in expanding the scope of the controversial podcast series ‘Jo Rogan Experience’.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group