তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

ইন্টারনেট হঠাৎ দুর্বল হয়ে গেলে যা করবেন

ইন্টারনেট হঠাৎ দুর্বল হয়ে গেলে যা করবেন। হঠাৎ ইন্টারনেট চলে যাওয়ার মতো বিপত্তি ঘটলে ওয়াইফাই মজবুত করতে মাথায় রাখুন কয়েকটি সহজ সমাধান।অনেক সময়ে অনেককেই বাড়িতে বসে (হোম অফিস) কাজ করতে হয়। তবে বাড়ি থেকে কাজ করার সময়ে সমস্যা হল মাঝেমাঝেই ইন্টারনেট চলে যাওয়া। এতে কাজে যেমন ব্যাঘাত ঘটে,তেমন সময়েরও অপচয় হয়।

ইন্টারনেট দুর্বল হয়ে গেলে যা করবেন

১.বাড়ি থেকে কাজের সময় চেষ্টা করবেন বাড়ির ওয়াই-ফাই ব্যবহার করে সিনেমা দেখা বা নেটমাধ্যমে সক্রিয় না থাকাই ভাল। একই সঙ্গে বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করলে তা দুর্বল হয়ে পড়ে।
২. রাউটার যদি পুরোনো হয়, সেক্ষেত্রে অতি দ্রুত সম্ভব রাউটার পরিবর্তন করে নিন।
৩.হঠাৎই করে ইন্টারনেট চলে গেলে রাউটারটিকে একবার রিসেট করে নিন।

৪.বাড়ির রাউটারটি 5GHz-এ বদলে নিন। এই ধরনের কানেকশনে দ্রুত কাজ হবে।
৫. অনেকসময় সিগন্যালের সমস্যা দেখা দিলে প্রয়োজনে আপনার বাড়ির রাউটারটিকে অন্যত্র রাখুন।

What to do if the internet suddenly becomes weak. If there is a sudden danger like going out of the internet, keep in mind a few simple solutions to strengthen wifi. Many times many people have to work at home (home office). However, the problem with working from home is that sometimes the internet goes out. As it disrupts the work, so is the waste of time.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group