তথ্যপ্রযুক্তি

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা । জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ চ্যাট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

কর্তৃপক্ষ জানায়, ২২ আগস্টের পরে নতুন করে চ্যাট করা না গেলেও, যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে সেগুলোর চ্যাট হিস্ট্রি দেখা যাবে।
আমরা জানি, ফেসবুক ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাট খুবই গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকের বর্তমান কাঠামোর সঙ্গে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নতুন পথ খুঁজছি, তবে ব্যবহারকারীদের জন্য নতুন কী সেবা আনা হবে তা এখনই বলা যাচ্ছে না।

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা

মেসেঞ্জারে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি বিশেষ প্রভাব ফেলবে না। কেউ যদি মেসেঞ্জারে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত থাকে বা ফেসবুকে বন্ধু হয়ে থাকে তাহলে নির্ধারিত সময়ের পরেও গ্রুপ চ্যাট করা যাবে।

অন্যদিকে ফেসবুকে গ্রুপের নাম লিখে খুঁজলেই সদস্যরা পুরনো চ্যাট হিস্ট্রি দেখতে পাবেন।

শুক্রবার (১৬ আগস্ট) কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক-এ প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

বন্ধুদের সাথে ঘুরতে যাবার পরিকল্পনা বা আড্ডা, কিংবা অফিসে সহকর্মীদের মাঝে যোগাযোগ সহজ করতে গ্রুপ চ্যাটের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখন সেই সেবাকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরে বন্ধ করতে যাচ্ছে ফেসবুক।
আগামী ২২ আগস্ট থেকে বন্ধ করে দেয়া হবে গ্রুপ ফিচার। এর ফলে তখন থেকে শুধু গ্রুপের পূর্বের চ্যাটগুলো পড়া যাবে। পোস্টে আরও জানানো হয়, বর্তমানে ফেসবুকের যে কাঠামো তৈরি করা হয়েছে, তার সাথে গ্রুপ চ্যাট ফিচারটি যায় না বলে ফেসবুক এই সুবিধাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এছাড়াও ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দিতেও বদ্ধ পরিকর। তবে ফ্রেন্ডলিস্টে না থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা না গেলেও, ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে। তবে সেবার ধরণটি কী হতে পারে তা নিয়ে এখনই মুখ খুলছে না ফেসবুক।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group