ফোনের ইন্টারনেট খরচ বাঁচাবেন যেভাবে How to save the phone’s internet cost

ফোনের ইন্টারনেট খরচ বাঁচাবেন যেভাবে How to save the phone’s internet cost. স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কাটানো এখন অনেকের জন্য কঠিনই বটে! সারাক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন কিংবা গেমে বুঁদ হয়ে আছেন। তবে শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার বা গেম খেলার জন্যই যে শুধু স্মার্টফোন ব্যবহার হচ্ছে, তা কিন্তু নয়।

অনলাইন মিটিং, অফিসের জরুরি বার্তা আদান-প্রদান, শিক্ষার্থীদের জরুরি নোট, ক্লাস সবই হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। অনেক সময় দেখা যায় জরুরি কোনো মিটিংয়ে আছেন বা সোশ্যাল মিডিয়ায় হয়তো কাউকে ভুলে কোনো মেসেজ পাঠিয়েছেন, ডিলিট করতে গিয়ে দেখলেন ফোনের ডাটা শেষ। এমন ঝামেলায় হরহামেশাই পড়েন অনেকে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডাটা সেভার মোড ব্যবহার করবেন-

আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান।
নেটওয়ার্ক/সিম/ইন্টারনেট অপশনটি সিলেক্ট করুন।
সেখান থেকে ডাটা সেভার অপশনে গিয়ে সেটি অন করে দিন।

How to save the phone’s internet cost how to save the phone’s internet cost. Spending a moment without a smartphone is now difficult for many! He is constantly scrolling through social media or indulging in games. However, smartphones are not only being used for the use of social media or playing games.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group