তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে বের করার উপায়

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে বের করার উপায়।ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে গেলে তা খুঁজে বের করা সম্ভব খুব সহজেই। চলুন জেনে নেয়া যাক ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে বের করার উপায়। এ কাজে লাগবে একটি কম্পিউটার, যা সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে ইতোমধ্যেই কানেক্ট রয়েছে। ওয়াইফাই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তবে আমরা অনেক সময় ওয়াইফাই-এর পাসওয়ার্ড ভুলে যাই। যার কারণে নতুন ডিভাইসের সাথে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা সম্ভব হয় না।

macOS কম্পিউটার ব্যবহার করে পাসওয়ার্ড খুঁজে পাওয়ার উপায়

যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজতে চাইছেন তালিকা থেকে সেই নেটওয়ার্কের ওপর ডাবল ক্লিক করুন।
এখন Show Password অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দেখার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম পাসওয়ার্ড টাইপ করতে হবে।
এরপর সেখানে আপনার সিলেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখিয়ে দেবে।

প্রথমে কম্পিউটারে Keychain access অ্যাপ ওপেন করুন।
এরপর সাইডবারে System অপশনে ক্লিক করুন।
এবার Passwords অপশন বেছে নিন। উইন্ডোর ওপর এই অপশন দেখা যাবে।

Windows PC ব্যবহার করে হারিয়ে যাওয়া ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজে পাওয়ার উপায়

স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Wireless Properties অপশন বেছে নিন।
এরপর Security ট্যাবে ক্লিক করে Show characters এর পাশে যে বক্সটি আছে সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড দেখাতে পারবেন।

প্রথমে Start বাটনে ট্যাপ করে Control Panel ওপেন করুন।
এরপর Network and Internet Settings ওপেন করুন।
আপনার PC তে Windows 11 চললে Network and Sharing Center অপশন বেছে নিন।
এবার Connections অপশন বেছে নিয়ে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের ওপর ক্লিক করুন।

How to find out if you forgot the WiFi password. If you forget the password of the WiFi network, it is very easy to find out. Let’s find out how to find a forgotten WiFi password. This will require a computer that is already connected to that WiFi network. WiFi technology has made our lives easier. However, we often forget the WiFi password. Due to this, it is not possible to connect the WiFi network with the new device.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group