তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়া যাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়া যাবে।ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে রয়েছে হোয়াটসঅ্যাপের কোটি কোটি ব্যবহারকারী। প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে মেটার মালিকানাধীন সাইটটি। এবার নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ডিলিট করা মেসেজও দেখতে পাবেন এখন। হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ফিচার সেন্ড করা মেসেজ ডিলিট করা। কোনো কারণে অন্য কোনো ব্যবহারকারীর কাছে ভুল মেসেজ পাঠানো হলে তা ডিলিট করা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন
প্রথমে আপনার স্মার্টফোনে গেট ডিলিট মেসেজ (Get Deleted Message) নামের অ্যাপটি ডাউনলোড করুন।
এরপর ওই অ্যাপটি একাধিক পারমিশন চাইবে। সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ পারমিশন দিতে হবে।
সব প্রক্রিয়া শেষ হলে আপনি ডিলিট মেসেজ দেখতে পাবেন।

তবে আপনাকে পাঠানো সেই ভুল মেসেজ কী ছিল তা এখন সহজেই জানতে পারবেন।এজন্য অবশ্য আপনাকে থার্ডপার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো ফিচার নেই যার মাধ্যমে ডিলিট করা মেসেজ আপনি পড়তে পারবেন। তবে অনেক বিশেষজ্ঞদের মতে, এই থার্ড পার্টি অ্যাপগুলো কোনো মেসেজ পড়তে পারে না। সেগুলো শুধু নোটিফিকেশন থেকে মেসেজ ট্র্যাকই করতে পারে।

Deleted messages can be read on WhatsApp. WhatsApp is one of the most popular instant messaging apps. There are billions of WhatsApp users around the world. The site owned by Meter is constantly updating itself. Now users will get new benefits. You will also see the deleted message now. Deleting sent messages is a popular feature of WhatsApp. If a wrong message is sent to another user for any reason, it can be deleted.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group