তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

গুগলে সার্চ ইঞ্জিন যুক্ত হলো নতুন ফিচার

সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হলো নতুন ফিচার।কীভাবে ব্যবহার করবেন গুগল মাল্টি সার্চ টুল
১. গুগল মাল্টিসার্চ টুল ব্যবহার করতে, আগ্রহী ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে গুগল অ্যাপ খুলুন।
২. এরপর লেন্স ক্যামেরা আইকনে ক্লিক করুন।
৩. যে কোনো স্ক্রিনশট বা ছবি নিয়ে ইমেজ সার্চ করুন।
৪. সার্চের জন্য ওপরের ডানদিকে সোয়াইপ করুন এবং এখানে টেক্সট যোগ করতে ‘+’ বাটনে ক্লিক করুন।

সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হলো নতুন ফিচার। মাল্টি সার্চ টুল নামের এই ফিচারটি এখন ব্যবহারকারীদের সার্চ রেজাল্ট দেখাবে আরও নিখুঁত ও নির্ভুল। শুধু টেক্সট নয় এই টুল, ছবির মাধ্যমে ঠিকঠাক সার্চ রেজাল্ট দিতে কাজ করবে। খুব শিগগির এই ফিচার দেখতে পাবেন ব্যবহারকারীরা। যদিও শুরুতে শুধু মার্কিন মুলুকের বিটা ইউজাররাই উপভোগ করতে পারবেন। শুরুতে ফিচারটি কেবল ইংরেজি ভাষাতে উপলব্ধ হবে। তবে শিগগির এটি আরও বেশি সংখ্যক ভাষায় চালু হবে বলে জানা গিয়েছে, যার ফলে ব্যবহারকারীরা সহজে অনেক ধরনের শৈলীর বিবরণ পেতে সক্ষম হবেন।

Search engine Google has added a new feature. How to use Google Multi-Search Tool-
1. To use Google Multisearch Tool, interested users can open Google Apps from Android and iOS devices.
2. Then click on the lens camera icon.
3. Search images with any screenshot or image.
4. Swipe to the top right to search and click the ‘+’ button to add text here.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group