শিক্ষা খবরশিক্ষা নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৭ এপ্রিল থেকে শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৭ এপ্রিল থেকে শুরু।ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। খোলা থাকবে আবাসিক হল। বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে প্রশাসনিক কার্যক্রম চলবে। বন্ধের সময় আবাসিক হল খোলা থাকবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঈদ উপলক্ষে দীর্ঘ ২৪ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Eid holidays at Chittagong University start on April 17. On the occasion of Eid-ul-Fitr, Shabe Qadr, May Day, and Ramadan, all classes of the university will be closed from April 16 to May 11. The residential hall will remain open. Acting Registrar of the University Professor SM Monirul Hasan said that the academic activities of the university will be closed from April 16 on the occasion of the Eid-ul-Fitr holiday. Administrative activities will continue in this. The residential hall will remain open during the closure. Chittagong University (CU) has announced a long 24-day holiday on the occasion of Eid. It will be closed from April 17 to May 11 on the occasion of Eid. However, the residential halls of the university will remain open during this holiday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group