তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

হোয়াটসঅ্যাপ কিভাবে ডাটা খরচ কমানো যায়

হোয়াটসঅ্যাপ কিভাবে ডাটা খরচ কমানো যায়।বর্তমানে বিশ্বের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারবিশ্বে রয়েছে এর লাখ লাখ ব্যবহারকারী। ব্যক্তিগত চ্যাট থেকে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান সবই করা যায় এই প্ল্যাটফর্মে। খুব সহজ উপায়েই কিন্তু হোয়াটসঅ্যাপ কল করার সময় ডাটা খরচের পরিমাণ কমাতে পারবেন। ঘরে ওয়াইফাই ব্যবহার করলেই বাইরে গেলে মোবাইলের ডাটা ব্যবহার করতে হয়। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলে কথা বললে ডাটা খরচ হয় খুব দ্রুত।হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেমন ছবি, ভিডিও, অডিও মেসেজ, ভয়েস মেসেজ পাঠানো যায়। তেমনই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কল করাও সম্ভব। তবে এই হোয়াটসঅ্যাপ কল করার সময় অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ডেটা খরচ হয়।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ডাটা খরচ কমিয়ে হোয়াটসঅ্যাপ কল করা যায়

প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
এবার স্ক্রিনের উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করুন।
সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
এরপর সেটিংসের ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ক্লিক করতে হবে।
এখানে ‘ইউজ লেস ডেটা ফর কলস’ অপশন পাবেন। সেটাকে সিলেক্ট করুন।

আইফোনের ক্ষেত্রে

সেখানে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর নেটওয়ার্ক সেকশন থেকে ‘ইউজ লেস ডেটা ফর কলস’ অপশনে ক্লিক করতে হবে।
আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
এরপর স্ক্রিনের ডানদিকের কোণে তিনটি ডটে ক্লিক করলে ‘সেটিংস’ অপশন পাবেন ইউজার।

WhatsApp How to reduce data costs. WhatsApp is currently one of the world’s leading messaging apps. It has millions of users worldwide. Everything from personal chat to important office information can be exchanged on this platform. In a very simple way but you can reduce the amount of data cost when making WhatsApp calls. If you use WiFi at home, you have to use mobile data when you go out. In this case, talking on a WhatsApp call, data consumption is very fast. Through WhatsApp, such as pictures, videos, audio messages, and voice messages can be sent. It is also possible to make audio and video calls through WhatsApp. However, in many cases additional data costs are incurred while making this WhatsApp call.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group