হোয়াটসঅ্যাপে চোখ সুরক্ষায় যে ফিচার।এই সুবিধা অনেক আগেই এনেছে ফেসবুকও। তবে এবার হোয়াটসঅ্যাপেও এই সুবিধা পাবেন। ব্যবহারকারীর চোখের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ফিচার চালু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই। তবে এখনো অনেকেই জানেন না এই ফিচারটি সম্পর্কে।হোয়াটসঅ্যাপের ডার্ক মোডটি সবুজ ও কালো রঙের মধ্যে তৈরি করা হয়েছে। কনটাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড থাকে কালো রঙের। তার উপরে যাবতীয় কনটাক্টগুলো থাকে সাদা অক্ষরে। যখন কোনো একটি নির্দিষ্ট চ্যাট উইন্ডো ওপেন করা হয়, তখন সেই উইন্ডোর ব্যাকগ্রাউন্ডে থাকে বিভিন্ন আইকন।
স্মার্টফোন ব্যবহারকারীর প্রায় সিংহভাগই ইন্টারনেট ব্যবহার করেন। আর ইন্টারনেট ব্যবহার করেন অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। বর্তমানে জনপ্রিয় এক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।ব্যক্তিগত মেসেজ পাঠানো বা বন্ধু-প্রিয়জনদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্যও ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে চোখের উপর বেশ প্রভাব পড়ে। যে কারণে স্মার্টফোনে রয়েছে ডার্ক মোড
কীভাবে এই ফিচারটি আপনার অ্যাকাউন্টে চালু করবেন চলুন জেনে নেওয়া যাক
আইফোনে ডার্ক মোড চালু করতে-
প্রথমে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপের সেটিংসে ক্লিক করুন।
এরপর সেখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে ট্যাপ করুন।
এখানেই পেয়ে যাবেন ডার্ক মোড অপশন। ওই অপশনের উপর ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে পরিবর্তন হবে।
অ্যান্ড্রয়েড ফোনে ডার্ক মোড চালু করতে-
প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্ক্রিনের একদম উপরের ডানদিকে রয়েছে থ্রি ডট মেনু দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করুন।
এরপর একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখানে চ্যাট অপশন (Chat Option) দেখা যাবে। সেখানে ট্যাপ করুন।
সেখানেই রয়েছে থিম অপশন। তার উপর ট্যাপ করতে হবে।
ওই অপশনের উপর Dark সেটিং অপশনের উপর ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের ডার্ক মোড অন হবে।
WhatsApp eye protection feature. Facebook has also brought this feature long ago. But this time you will also get this facility on WhatsApp. This feature was introduced on WhatsApp a long time ago keeping in mind the user’s eye protection. However, many people still do not know about this feature. The dark mode of WhatsApp has been made in green and black. The contact list background is black. Above it, all the contacts are in white letters. When a particular chat window is opened, there are various icons in the background of that window.