জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের বিএড কোর্স পরীক্ষার ফরম পুরন নোটিশ প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচী যথাসময়ে ঘোষণা করা হবে। উক্ত পরীক্ষার যাবতীয় কার্যক্রম অন-লাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিয়ে প্রদত্ত হলো। Notice regarding completing the B.Ed. Examination Form of National University
১। আবেদন ফরম, বিবরণী ফরম, ফরম পূরণ ও জমাদান এবং ব্যাংক ড্রাফট করার তারিখঃ
ক) পরীক্ষার্থীকে অন-লাইনে থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখ ০৫/১১/২০২৩ হতে শুরু হয়ে আগামী ১৭/১১/২০২৩ পর্যন্ত
খ) কলেজ কর্তৃক অন-লাইনে ডাটা এন্ট্রি/ফরমপূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ ০৫/১১/২০২৩ হতে ১৩/১১/২০২৩
গ) কলেজ কর্তৃক ফরমপূরণের ফি এর টাকা সোনালী সেবা এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দেয়ার তারিখ ১৪/১১/২০১৯
ঘ) ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের আবেদন ফরম, অন-লাইন বিবরণী সোনালী সেবায় জমাকৃত ফি জমাদানের রশিদের কপি ও অন্যান্য কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ ১৭/১১/২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্স পরীক্ষার ফরম পুরন নোটিশ 2023
বিবরণী ফরমের তথ্য সঠিকভাবে অন-লাইন এ ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাধাই করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক,(প্রফেশনাল) শাখা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে হাতে হাতে জমা দিতে হবে (বিবরণী ফরমের ফটোকপি কলেজ সংরক্ষণ করবে)। ডাকযোগে প্রেরিত বিবরণী ফরম ও ব্যাংক ড্রাফট গ্রহণ কর হবে না।
২। ২০১৯ সালের বিএড কোর্স পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী):
১। পরীক্ষার ফি (পরীক্ষার্থী প্রতি) ২,০০০/-
২। মৌখিক পরীক্ষার ফি ৫০০/-
৩। কেন্দ্র ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবেনা) ৫০০/-
৪। নম্বরপত্র ও সাময়িক সনদপত্র ফি ৬০০/-
আবেদন প্রক্রিয়া
৪। অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী (পরীক্ষার্থীদের জন্য):
ক) আবেদনকারীকে নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত www.nubd.info/prof/form fill-up ওয়েবসাইট-এ প্রবেশ করে নিজের রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণের আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হলে, অনলাইন থেকে একটি আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত ফরমটিতে পরীক্ষার্থীর বিষয়কোড এবং ফি উল্লেখ থাকবে। ফিসহ প্রিন্টকৃত কপি আবেদনকারীকে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
খ) মানোন্নয়ন/নির্বাচিত বিষয়কোড সমূহ পরীক্ষার্থীকে সতর্কতার সহিত নিজ দায়িত্বে এন্ট্রি দিতে হবে।
গ) আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৫। আবেদন ফরম, বিবরণী ফরম ও কাগজপত্ৰাদি জমাদানের নিয়মাবলীঃ ক) আবেদনফরম সমূহ সঠিকভাবে অন-লাইনে নিশ্চয়ন সম্পন্ন করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কাপটি বাঁধাই করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, বিএড (প্রফেশনাল) শাখা এর দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে (বিবরণী ফরমের ফটোকপি কলেজ সংরক্ষণ করবে।)। ডাকযোগে প্রেরিত বিবরণী ফরম ও ব্যাংক ড্রাফট গ্রহণ করা হবে না। National University B.Ed Exam Form Fill Up