পরীক্ষা

আলিম পরীক্ষার তিনটি বিষয়ের তারিখ পরিবর্তন

The dates of three subjects of Alim examination have been changed অনিবার্য কারণে চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো পূর্বের দেওয়া রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা গত ২ ডিসেম্বর শুরু হয়েছে। তিনটি বিষয়ের পরীক্ষা পেছানোয় ১৯ ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ২৩ ডিসেম্বর।

এ বছর ১১ শিক্ষা বোর্ডে নয় হাজার ১৮৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১ কেন্দ্রে পরীক্ষা দেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় এক লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন অংশ নিচ্ছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group