পরীক্ষার ফরম পূরণ

জেডিসির সার্টিফিকেট পেতে যেভাবে ফরম পূরণ

জেডিসির সার্টিফিকেট পেতে যেভাবে ফরম পূরণ How to fill the form to get JDC certificate

জানা গেছে, ফরম পূরণের জন্য সম্ভাব্য শিক্ষার্থীদের তালিকা আগামী ৭ ডিসেম্বর মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ((www.ebmeb.gov.bd ও www.bmeb.gov.bd) প্রকাশ করা হবে। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে তার ইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আগামী ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ইএফএফ (ইলেকট্রনিক ফরম পূরণ) করতে হবে। ইলেকট্রনিক ফরম পূরণ করতে কোনো ফি শিক্ষাবোর্ডকে দিতে হবে না।

প্রতিষ্ঠানগুলোকে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্ভাব্য তালিকায় (probabble list) এ যেতে হবে এবং প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থী সিলেক্ট করতে হবে। হার্ডকপিতে তালিকায় চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। খসড়া তালিকা (Temporary list) প্রিন্ট করে ভালোভাবে যাচাই করে প্রয়োজন হলে সিলেক্ট ও আনসিলেক্ট করা যাবে। ফাইনাল ক্যানডিডেট লিস্ট থেকে প্রতি পৃষ্ঠায় মাদরাসা প্রধানকে স্বাক্ষর করতে হবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক না করলে ফরম পূরণ হবে না। আর ফাইনাল সাবমিট না হলে শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ দেওয়া হবে না।

বোর্ড আরও জানিয়েছে, ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।

মাদরাসা বোর্ড আরও বলছে, একই নামে প্রতিষ্ঠানে একাধিক শিক্ষার্থী থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীর ফরম পূরণের ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন নম্বর, পিতা-মাতার নাম ইত্যাদি নিশ্চিত হয়ে নির্ভুলভাবে শিক্ষার্থী নির্ণয় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানকে তার দায় দায়িত্ব বহন করতে হবে।

জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসাগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group