শিক্ষা খবরশিক্ষা নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮ রমজান পর্যন্ত চলবে ক্লাস ও পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮ রমজান পর্যন্ত চলবে ক্লাস ও পরীক্ষা। আজ জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়। রমজান মাসে অফিস ও একাডেমিক সময়সূচীর পরিবর্তন করা হয়েছে। অফিসসমূহ সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দুপুর ১টা ১৫ মিনিট হতে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সালাম নবীনবরণ অনুষ্ঠানে জানিয়েছিলেন, নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগগুলো বরণ করে নিয়েছে এবং ক্লাস শুরু হয়েছে। তাদের কেন্দ্রীয়ভাবে ঈদের পরে বরণ করে নেওয়া হবে। সেশনজট কামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষাসমূহ আগামী ২০ এপ্রিল (১৮ রমজান) পর্যন্ত চলবে। তবে বিভাগ চাইলে এই সময়ের পরেও শুধু পরীক্ষা নিতে পারবেন। আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং ক্লাস-পরীক্ষা চলবে। তবে বিভাগ চাইলে এই তারিখের পরেও শুধুমাত্র পরীক্ষাসমূহ নিতে পারবেন।

Classes and examinations will continue till the 18th of Ramadan at the Islamic University. Office and academic schedules have been changed during the month of Ramadan. Offices are scheduled from 9 a.m. to 3 p.m. There will be a work stoppage for the Zuhr prayers from 1:15 pm to 1:30 pm. The Vice-Chancellor of the University, Prof. Abdus Salam said at the Nabinbaran function that the new students have been accepted in their respective departments and classes have started. They will be received centrally after Eid. Necessary steps will be taken to reduce session congestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group