শিক্ষা খবরশিক্ষা নিউজ

গণহত্যা ও স্বাধীনতা দিবস শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

গণহত্যা ও স্বাধীনতা দিবস শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ। দেশের সব আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, গণহত্যা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়। আর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।

Instructions to observe Genocide and Independence Day in educational institutions. The Ministry of Education has directed all the educational institutions of the country to observe the day of genocide on March 25 and the great day of independence on March 26. As part of the national program, the head of the educational institution and those concerned were instructed to observe the day of genocide on March 25 and the great Independence Day on March 26. According to the instructions, on the day of the genocide, a commemoration and discussion meeting were held at the educational institution with eminent persons and freedom fighters. And on the great Independence Day on March 26, the educational institutions have been asked to organize student gatherings, national anthems, sports competitions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group