আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের আজ ভর্তির আবেদন শেষ।২০২১-২২ সালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি আবেদনের সময় আজ শনিবার (১২ মার্চ) বিকাল ৪টায় শেষ হচ্ছে। প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে আগামী ৪ এপ্রলি থেকে। আর ৮ এপ্রিল সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।চলতি বছরে প্রকাশিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (১ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্য অসত্য হলে তার আবেদন বাতিল করা হবে। বিদেশী এবং ও/এ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সমতাকরণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-১০ থাকতে হবে। ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি এবং ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
The application for admission to The Armed Forces and Army Medical is over today. The admission time for the first-year MBBS course of Armed Forces Medical College and five Army Medical Colleges in 2021-22 will end at 4 pm on Saturday (March 12). The collection of entries will start from April 4. The admission test will be held on April 8 at 10 am. This information has been revealed in the admission notification released by the armed forces medical college and 5 army medical colleges published this year. The notification was issued on Tuesday (March 1).