আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের আজ ভর্তির আবেদন শেষ

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের আজ ভর্তির আবেদন শেষ।২০২১-২২ সালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি আবেদনের সময় আজ শনিবার (১২ মার্চ) বিকাল ৪টায় শেষ হচ্ছে। প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে আগামী ৪ এপ্রলি থেকে। আর ৮ এপ্রিল সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।চলতি বছরে প্রকাশিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (১ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্য অসত্য হলে তার আবেদন বাতিল করা হবে। বিদেশী এবং ও/এ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সমতাকরণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-১০ থাকতে হবে। ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি এবং ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

The application for admission to The Armed Forces and Army Medical is over today. The admission time for the first-year MBBS course of Armed Forces Medical College and five Army Medical Colleges in 2021-22 will end at 4 pm on Saturday (March 12). The collection of entries will start from April 4. The admission test will be held on April 8 at 10 am. This information has been revealed in the admission notification released by the armed forces medical college and 5 army medical colleges published this year. The notification was issued on Tuesday (March 1).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group