শিক্ষা খবরশিক্ষা নিউজ

আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ মার্চ

আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ মার্চ।চলতি বছরের আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামী ১৫ মার্চ। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত বছরের শেষের দিকে ২০২১ সালের দাখিল ও আলিম শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। আর অন্যন্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়।

সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ওই বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।এর আগে চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে মাদরাসা শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, দাখিল পরীক্ষা শুরু হবে ১৯ জুন। আর আলিম শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে।আলিম পরীক্ষা-২০২২ (সালে-২০২০-২০২১) এর রেজিস্ট্রেশন কার্ড আগামী ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আঞ্চলিক কার্যালয় সমূহ ও বোর্ডের মাধ্যমে বিতরণ করা হবে।

The distribution of alim exam registration cards will begin on March 15. The distribution of registration cards for this year’s Alim examination will begin on March 15. This will continue until March 31. On Tuesday, the Registrar of the Madrasah Education Board, Md. This information is known from the office order signed by Siddikur Rahman. At the end of last year, after being stuck for a long time due to the coronavirus infection, the 2021 examination was conducted in three non-verbal subjects only in group-based subjects. And the results are published by subject mapping in other subjects.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group