শিক্ষা খবর

দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু

দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ঢাকা অঞ্চলের পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা অঞ্চলের পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আর ১৩ থেকে ১৬ বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে অঞ্চলের পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। এসব তথ্য জানিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

মাদরাসার প্রধানদের বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর ঢাকা বিভাগের মাদরাসাগুলোর প্রধানদের মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

]দাখিলের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে মাদরাসার নিজস্ব প্যাডে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন করতে হবে। আবেদন পত্রে সুপার বা অধ্যক্ষ নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে ট্রান্সক্রিপ্ট সংগ্রহে মাদরাসার গভনিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির প্রতিস্বাক্ষর বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আনতে বলা হয়েছে। তা হলে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে না বলে জানিয়েছে বোর্ড। আর প্রতিনিধির মাধ্যমে ট্রান্সক্রিপ্ট গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিনিধির স্বাক্ষর সত্যায়ন করে আনতে হবে।

বোর্ড আরও জানিয়েছে ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা নেয়ার সাত দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group