শিক্ষা খবরশিক্ষা নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। নিস্তব্ধতার মধ্য দিয়ে পেরিয়েছে সময়। ইতিমধ্যে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্ব স্ব বিভাগীয় উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে।নবীন-প্রবীণ, নবীনের সাথে নবীনের পরিচয় হচ্ছে। এ যেন দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের এক মিলনমেলা।বিশ্ববিদ্যালয়ের ১ম ক্লাসের অনুভূতি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। প্রথম ক্লাসেই শিক্ষকদের দিক নির্দেশনা এবং বন্ধুসুলভ স্নেহশীল আচরণ আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। বড় আপু-ভাইয়েরা নিজ থেকেই আমাদের সাথে পরিচিত হচ্ছে যেটা আরও ভালো লাগছে।

বিভাগীয় শিক্ষকবৃন্দ নিজেদের পরিচিতি পর্ব এবং শিক্ষার্থীদের পরিচিতিপর্বসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নবীনদের প্রতি নির্দেশনা দিচ্ছেন।সারাদেশ থেকে ছুটে আসা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও নানাবিধ আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নানা রকম আয়োজনে বরণ করে নিয়েছে ২০২০-২১ সালের ১ম বর্ষের শিক্ষার্থীদের। অরিয়েন্টেশন ক্লাসে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল, কলম, মিষ্টি, খাবার উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বিভাগে ফাঁকা আসনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

New students have been accepted at Jagannath University. The university was closed for a long time due to the coronavirus infection. Time passed through silence. The Jagannath University campus has already become the face of the walk of young students. New students are being accepted by their respective departmental initiatives. The young and the old, the young are getting acquainted with the young. It is like a gathering of students from different districts of the country. I can’t finish expressing the feelings of the university’s 1st class in words. In the first class itself, the guidance and friendly affectionate behavior of the teachers has encouraged and inspired us. The big brothers are getting to know us on their own which feels even better.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group