নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তিনটা

নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তিনটা।আরও তিনটি প্রতিষ্ঠান সরকারি হচ্ছে। প্রতিষ্ঠানগুলো সরকারিকরণের প্রস্তাবে অনুমোদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠানগুলো হলো, বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজ, শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয় ও বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো সরকারিকরণে পরবর্তী ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

অধ্যক্ষ বটু গোপাল দাস জানান, তিনি চিঠির অনুলিপি পেয়েছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামের প্রতিষ্ঠানগুলো সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা এবং ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ সরকারিকরণের জন্য অনেক ভূমিকা রেখেছেন। কলেজের শিক্ষকদের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী বরাবর প্রতিষ্ঠানগুলো সরকারি করার জন্য আধা-সরকারি পত্র দাখিল করেছিলেন। আধা সরকারি পত্রগুলো উপস্থাপন করা হলে প্রতিষ্ঠান তিনটি সরকারিকরণের প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা দিয়ে জারি করা চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়। চিঠির অনুলিপি সরকারিকরণের সম্মতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের পাঠানো হয়েছে। শনিবার রাতে শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

There are three new educational institutions. There are three more government institutions. Prime Minister Sheikh Hasina has approved the proposal to government the institutions. The institutions are Sheikh Helal Uddin College, Sheikh Hasina Technical College and Bangabandhu Secondary Girls School in Fakirhat Upazila of Bagerhat. The Prime Minister’s Office has directed the Ministry of Education to take further steps to government the institutions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group