শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান শুরু হচ্ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান শুরু হচ্ছে।শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে চলতি সপ্তাহে মাধ্যমিকের সব শ্রেণিতে একটি করে ক্লাস বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজের সব স্তরে পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে।এরই মধ্যে মাধ্যমিকের ১ কোটি ৩৬ লাখ প্রথম ডোজের টিকা পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫ লাখকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। বর্তমানে শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ যাদের দ্বিতীয় ডোজের সময় হয়নি তারা বাকি রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হবে।

গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সেটি পুষিয়ে নিতে শ্রেণি ক্লাসের পাঠদান স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকে মাধ্যমিকের সব স্তরের একটি বিষয়ের ক্লাস বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস করানোর ঘোষণা দেওয়া হতে পারে।করোনা সংক্রমণের কারণে দুই বছর দুই ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে। এ ধাপে করোনা টিকার দুটি ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতে কড়া নির্দেশও দেওয়া হয়েছে।

The normal teaching of educational institutions is starting. It has been decided to start the normal teaching of educational institutions. In the meantime, one class has been extended to all the secondary classes this week. According to the Directorate of Secondary and Higher Education (Maushi), there may be an announcement of full-fledged classes at all levels of schools and colleges from next week. In the meantime, out of the 1.36 crore first dose students of secondary school who received the vaccine, 1.5 crores have been brought under the second dose. At present, only those who did not have the time for the second dose, including the sixth graders, are left. In the next week, it will be possible to bring all of them under the second dose.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group