গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরও একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়।দেশের সরকারি ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সালের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনে যুক্ত হচ্ছে আরও একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে এই বর্ষ থেকে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৮টিতে।নতুনভাবে যুক্ত হতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’। ২০২১-২২ সালে এই বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, মৎস্য অনুষদ এবং প্রাণী চিকিৎসা ও প্রাণীসম্পদ বিজ্ঞান অনুষদে কৃষি গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানা গেছে।
বাংলাদেশের হাওর অঞ্চল খ্যাত বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলায় দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনগত অনুমোদন হয় ২০২০ সালের ১০ সেপ্টেম্বর। এর আগে ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে বিশাল জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চারটি বড় দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
এরপর দ্বিতীয়বারের মতো ২০২০-২১ সালেও এসব বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমবার ভর্তি পরীক্ষার আয়োজনের দায়িত্বে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর দ্বিতীয়বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।এবার দায়িত্ব কোন বিশ্ববিদ্যালয় পাচ্ছে, এ প্রশ্নের জবাবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, ২০২১-২২ সালের ভর্তি কার্যক্রম নিয়ে বসা হয়নি। তবে গতবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ছিল আর এবার ক্রোনোলজিকালি কৃষি গুচ্ছের আরেকটি বিশ্ববিদ্যালয় এই দায়িত্ব নেবে।
২০১৯-২০ সালে প্রথমবারের মতো দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, এবার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
“কৃষি গুচ্ছ পদ্ধতিতে আমরা যাবো। ফলে কৃষি গুচ্ছের বাকি ৭টিসহ এখন হবে মোট ৮টি। তবে এখনও ২০২১-২২ সালের ভর্তি কার্যক্রম নিয়ে বসেনি কমিটি।
Another government agricultural university is being added to the cluster university. Another government agricultural university is being added to the 2021-22 cluster admission test of 6 government agricultural universities of the country. As a result, from this year, the number of universities in the integrated admission test of agriculture will be 6. In 2021-22, a total of 90 students will be admitted to this university under 30 faculties. It has been informed that students will be admitted to the Faculty of Agriculture, Faculty of Fisheries, and Faculty of Veterinary Medicine and Animal Resources Science of the University in the agricultural cluster system.