প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে ক্লাস হবে

প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে ক্লাস হবে। জানুয়া‌রি থেকে ‌দে‌শের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব মো. আমিনুল ইসলাম খান। রোববার স‌চিবাল‌য়ে এক ব্রি‌ফিং‌য়ে এ তথ্য জানান।

সিনিয়র স‌চিব ব‌লেন, দে‌শের সব প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রে‌তে পারব।

সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে ব‌লে জানান গণ‌শিক্ষা স‌চিব।

তি‌নি ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয় তাকে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি এই ব্রিফিং করেন।

Read more এক শিফটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই শিফটে ক্লাস পরিচালনার করতে বলা হয়েছে। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। তবে প্রাক প্রাথমিকের ক্লাস এখনই শুরু হচ্ছে না। ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে দুই শিফটে ক্লাস নিতে বলা হচ্ছে। এক্ষেত্রে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নিতে হবে প্রাইমারি স্কুলগুলোতে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেভাবে ক্লাস চলবে সে বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন মঙ্গলবার দুপুরে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করতে হবে। প্রতিদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও ক্লাসে মাস্ক পরা বাধ্যতামূলক। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা। যেসব স্কুল একশিফটে পরিচালিত হয় তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দুই শিফটে ক্লাস নিতে পারবেন। এ বিষয়টি তদারকি করেন শিক্ষা কর্মকর্তারা। এ বিষয়ে স্কুলগুলোকে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানে ক্লাস পরিচালনা করতে হবে।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিদিন ক্লাস নিতে স্কুলগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। আর যে স্কুলগুলো এক শিফটে পরিচালিত হয় তাদের দুই শিফটে ক্লাস নিতে বলেছি। সকার নয়টা থেকে বারোটা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির এবং দুপুর বারোটা থেকে চারটা ১৫ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় দুই শিফটের ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী সব স্কুলগুলোকে ক্লাস নেয়ার নির্দেশনা দিচ্ছি।

এ বিষয়ে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনূর আল আমিন মঙ্গলবার দুপুরে বলেন, সারাদেশের এক শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে দুই শিফটে ক্লাস নিতে হবে। স্বাস্থ্যবিধি মানতে এ নির্দেশনা দিচ্ছেন শিক্ষা কর্মকর্তারা। এতে শিক্ষকদের অতিরিক্ত সময় বিদ্যালয়ে অবস্থান করতে হবে না। আর শিক্ষার্থীরাও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

There will be classes in two shifts in primary schools. Government primary schools in one shift have been asked to conduct classes in two shifts. Classes for students in government primary schools across the country will begin on Wednesday. But pre-primary classes are not starting right now. Primary schools are being asked to conduct classes in two shifts to ensure hygiene when classes begin. In this case, students of classes 1 and 2 will have to take place from 9 am to 12 am and classes 3, 4, and 5 from 12 noon to 4.15 pm in primary schools.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group