শিক্ষা খবরশিক্ষা নিউজ

পাইলটিংয়ে মানতে হবে ছয় নির্দেশনা ষষ্ঠ শ্রেণিতে

পাইলটিংয়ে মানতে হবে ছয় নির্দেশনা ষষ্ঠ শ্রেণিতে।নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি, ২০২১’-এর আলোকে ষষ্ঠ শ্রেণির জন্য উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রীর উপযোগিতা যাচাই (ট্রাইআউট/পাইলটিং) কার্যক্রম পরিচালনায় প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করতে হবে।জাতীয় শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণির পাইলটিং করার জন্য নির্দেশনায় বলা হয়েছে গত ১ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি, ২০২১-এর আলোকে ষষ্ঠ শ্রেণির জন্য উন্নয়ন করা শিখন-শেখানো সামগ্রীর উপযোগিতা যাচাই (ট্রাইআউট/পাইলটিং) কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

ছয় দফা নির্দেশনা

১. ট্রাইআউট কার্যক্রমের জন্য ষষ্ঠ শ্রেণির নির্ধারিত শাখায় শিক্ষার্থী সংখ্যা ৭০ এর বেশি রাখা যাবে না:
২. ট্রাইআউট কার্যক্রমের জন্য শিখন ঘণ্টা, সাপ্তাহিক ছুটি, জাতীয় দিবস পালন, শ্রেণিকক্ষের বাইরে শিখন কার্যক্রম ইত্যাদি বিষয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০১১ অনুসরণ করতে হবে:
৩. নির্বাচিত প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির নির্ধারিত শাখায় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম নতুন শিক্ষাক্রম অনুসারে সম্পন্ন করতে হবে।

৪. ট্রাইআউটের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা কার্যক্রম পরিচালনা করতে হবে;
৫. উক্ত শিক্ষকদের এনসিটিবি কর্তৃক বিভিন্ন সময়ে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে;
৬. নতুন শিক্ষাক্রম অনুযায়ী উন্নয়নকৃত শিখন-শেখানো সামগ্রী (শিক্ষক সহায়িকা, পাঠ্যপুস্তক, ওয়ার্কবুক) এবং প্রশিক্ষণের নির্দেশনা অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে;

In piloting, you have to follow six instructions in the sixth grade. The selected educational institutions should comply with the instructions given in the light of the ‘National Curriculum Outline Pre-Primary to Class XII, 2021’ to carry out the trial-piloting activities to carry out the implementation of the usefulness of the learning-taught material developed for class VI. The guidelines for piloting of class VI in the national curriculum state that from February 1, educational institutions at the secondary level have been selected to conduct the ‘tryout/piloting) program of the educational institutions to conduct the ‘National Curriculum Outline Pre-Primary to Class 12, 2021, in the light of class VI to the usefulness verification (tryout/piloting) program of the learning-taught material developed for class VI.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group