শিক্ষা খবরশিক্ষা নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু।কয়েক দফা মেধাতালিকা প্রকাশের পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি আসন ফাঁকা রয়েছে। এই ফাঁকা আসনগুলো নিয়েই ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (২৭ ফেব্রুয়ারি)।‘এ’ ইউনিটের প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, আমরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান রাখবো। আগামী ৩০ মার্চের পরও যদি আসন ফাঁকা থাকে তাহলে ফাঁকা আসন নিয়েই ক্লাস কার্যক্রম চলবে। ৩০ মার্চের পরে আর কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আজ থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করছি। তবে বিভাগ অনুযায়ী শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করে ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। ‘এ’ ইউনিটে ২০টি আসন, ‘বি’ ইউনিটে ৫৩টি আসন এবং ’সি’ ইউনিটে ১১টি আসন খালি রয়েছে। তবে খালি আসন সংখ্যা দুইদিনে আরও বাড়তে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

Classes start from today at Comilla University. Despite the publication of several merit lists, Comilla University (CUB) has 64 seats out of 1,040 seats in the first year of 2020-21 graduation (honors). Classes are starting today (Sunday, February 28) with these vacant seats. Dulal Chandra Nandi said, “We will continue the admission process till March 30, subject to vacancies.” If there are vacancies even after March 30, then the class activities will continue with the vacancies. No more merit lists will be published after March 30.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group