শিক্ষা খবরশিক্ষা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু।১ মাসেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে ফিরেছে। দীর্ঘ এ ছুটিতে বিভাগগুলো তাদের একাডেমিক কার্যক্রম অনলাইনেই পরিচালনা করেছে। আজ মঙ্গলবার সশরীরে ক্লাসে আসতে পেরে শিক্ষার্থীদের মধ্যে প্রফুল্লতা বিরাজ করছে।বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজকের এই অফলাইন শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

সশরীরে ক্লাসে ফেরার পর শিক্ষার্থীদের করোনা টিকা সনদ যাচাই করা হবে, কিনা জানতে চাইলে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিজ্ঞপ্তি আমরা পেয়েছি তাতে টিকা সনদ যাচাইয়ের কোন নির্দেশনা দেয়া হয়নি। এজন্য এ ব্যাপারটিকে আমরা আপাতত বিবেচনায় নিচ্ছিনা। তবে ক্লাসরুমে অবশ্যই স্বাস্থবিধি মানতে হবে এবং মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেনা। আর শিক্ষার্থীদের মধ্যে টিকা কে কে নিয়েছে আর কে নেয়নি তার সব তথ্যই আমাদের কাছে রয়েছে।

সশরীরে শ্রেণি কার্যক্রমের ব্যাপারে আরবি বিভাগের শিক্ষার্থী হাবিব রহমান বলেন, সশরীরে ক্লাস শুরু হওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে, ভবিষ্যতে সর্বোচ্চ স্বাস্থবিধি মেনে অফলাইনেই যেন সব ক্লাস নেয়া হয়।ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইয়ামান বলেন, অনলাইন ক্লাস আসলে ততটা ফলপ্রসূ হয়না। আমরা সশরীরেই ক্লাস করতে চাই।যোগাযোগ বৈকল্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ হাসান হৃদয় বলেন, ক্লাস অনলাইনে হোক বা অফলাইনে হোক আমার কোন সমস্যা নেই। চার মাসে সেমিস্টার শেষ হলেই হলো।

Classes begin in person at Dhaka University. After more than a month, the students of Dhaka University (DU) have returned to class in person. During this long vacation, the departments have conducted their academic activities online. There is a sense of excitement among the students as they can come to the class in person on Tuesday. According to the university’s decision, today’s offline class activities have started. Students of all the years of the university will continue to have proper hygiene activities in the classroom in person. In addition, pre-announced routine-based tests will continue.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group