মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সিলেবাস চূড়ান্ত করা হয়েছে।২০২১-২২ সালে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। সম্পূর্ণ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক অনানুষ্ঠানিক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। চলতি মাসেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএসস এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনা মহামারীর মধ্যে গত বছরের ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবার ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানতে চাইলে তিনি আরও বলেন, এটি সঠিক মনে নেই। তবে ২৪-২৭ তারিখের মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে। ১০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।এর আগে গত ১৭ জানুয়ারি ২০২১-২২ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল।বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির। তিনি বলেন, আগামী ১ এপ্রিল এমবিবিএস আর ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে।
The medical and dental admission test syllabus has been finalized. The medical and dental admission test syllabus has been finalized in 2021-22. An admission test will be held in light of the complete syllabus. The matter was finalized at an informal meeting of the Admission Test Organizing Committee on Wednesday (February 18). Medical and dental admission test applications will start this month. Students will have the opportunity to apply till March 10. The admission test of MBBS will be held on 1st April and BDSS on 22nd April.