শিক্ষা খবরশিক্ষা নিউজ

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি থেকে

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি থেকে।১৫ ফেব্রুয়ারি ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় সকল অনুষদীয় ডীন, বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের আলোকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে শুরু হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে।বুধবার বশেমুরকৃবি’র উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মো. মজনু মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Physical classes at Bangabandhu Agricultural University started on 22nd February. This decision was taken in a meeting of the Academic Council and Syndicate of the University chaired by the Vice-Chancellor on 15th February after exchanging views with all the faculty deans, departmental and branch heads. In the light of this decision, the educational activities of the postgraduate program will start from 22nd February and the undergraduate program will start from 28th February in accordance with the rules of hygiene. . This information has been given in the press release signed by Majnu Mia.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group