কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান আজ রাতেই সিদ্ধান্ত হবে।বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই বৈঠকে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা প্রশাসনের কর্তাব্যক্তিরা থাকবেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।
২০২০ সালের ১৭ মার্চ করোনার সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।এ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধমকে বলেন, আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।
কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।
When the school will open will be decided tonight. At present, the government is thinking of opening educational institutions this month as the corona infection has come down. Education Minister Dipu Moni will hold a meeting with the National Technical Advisory Committee tonight to decide on holidays in educational institutions. The meeting of the National Technical Advisory Committee on Corona on Wednesday (February 16) night will be attended by officials of the education administration, including the Education Minister.