বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা খবর

সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান অধিকাংশ শিক্ষার্থী

সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান অধিকাংশ শিক্ষার্থী।এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখের বেশি শিক্ষার্থী। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য মতে, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ১৩ লাখ ২০ হাজারের মতো। তারপরও উচ্চ শিক্ষা অর্জনে শঙ্কায় আছেন শিক্ষার্থীরা। লড়তে হবে ভর্তিযুদ্ধে। প্রতিষ্ঠানের মান ও সুযোগ সুবিধার বিচারে এ শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন গবেষকরা। তবে শিক্ষামন্ত্রীর প্রত্যাশা একদিন কমে আসবে এই ভর্তি যুদ্ধ।

প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান অধিকাংশ শিক্ষার্থী। সে তুলনায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আসন নেই। ফলে অনেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান না। আবার কেউ কেউ নিজ অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে সেখানে স্থান না পেয়ে হতাশ হয়ে পড়েন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অধিক হওয়ায় অনেক শিক্ষার্থীর পরিবার সেটি বহন করতে পারে না। ফলে উচ্চ শিক্ষা অর্জন অধরাই থেকে যায় অনেকের।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। ঘোষিত ফলে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়েই আসন রয়েছে দুই লাখের বেশি।এদিকে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, সবাইকেই উচ্চমাধ্যমিকের পর আরও পড়তেই হবে এমন ধারণা পৃথিবীর কোথাও নেই। তারপরও আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। প্রতিবছর নির্ধারিত আসনের চেয়েও কিছু আসন খালি থেকে যায়।

এইচএসসির পর শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। উচ্চ শিক্ষা অর্জনে পছন্দের প্রতিষ্ঠানে আসন নিশ্চিত করতে যুদ্ধে নামেন তারা। প্রতিবছর আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষর্থীর সংখ্যা কম থাকলেও অনেকেই উচ্চ শিক্ষার সুযোগ নিতে পারেন না। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে অনেকেই পড়াশোনা এগিয়ে নেন না। এছাড়া পরিবারের আর্থিক সমস্যায়ও অনেকে ছিটকে পড়েন।

Most of the students want to be admitted to government universities. This year more than 13 lakh students have passed the HSC examination. And according to the Bangladesh University Grants Commission (UGC), there are about 13 lakh 20 thousand seats in public and private universities. Even then, students are afraid to pursue higher education. We have to fight in the admission war. Researchers believe that this fear has been created by judging the quality and opportunities of the organization. However, the expectation of the education minister will one day reduce this admission war.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group